1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.i-tv.online : I TV :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই: তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ন্যায় বিচার বঞ্চিত রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জিত হয়নি : মির্জা ফখরুল সারা দেশে অভিযান গ্রেফতার ১৫৩৪, অস্ত্র উদ্ধার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মে দিবস উদযাপনের প্রস্তুতি সভা বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার জনগণের ক্ষতি করতে আওয়ামী লীগ ওত পেতে আছে : এ্যানি পুতিনের এক মাসের আদেশের মেয়াদ শেষ, ফের তীব্র আক্রমণের আশঙ্কা

মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই: তারেক রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সমাজের সকল শ্রেণি পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।

বৃহস্পতিবার বিকালে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে এটা স্বাভাবিক, তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনভাবেই যাতে গণতন্ত্র কিনবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় তাহলে সব কিছুতেই বাধাগ্রস্ত হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে, আপনার সংস্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোন বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোন মূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যে কোন মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান আরও বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস হয়েছে। বিষয়টি অনেকটাই ডায়াবেটিসের মতো।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কর্মশালায় জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -(i-tv.online) ২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট