নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের আয়োজনে শনিবার সন্ধ্যায় হোটেল পুর্বানী ইন্টারন্যাশনাল এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জাহাজী শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন বিভাগ ও বন্দরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান মাস্টার, চুন্নু মাস্টার, রায়হান চৌধুরী, এম.নুরুল হুদা, মোঃ বাদশাহ, এম.কে মনির, রেজাউল করিম (মন্টু), মোঃ রাজিব, নিজাম হাওলাদার, মোঃ কবির হাওলাদার, তৈয়ব আকন, শাওন, শিপন পালোয়ান, আতিকুর রহমান, অলিয়ার রহমান, শহিদুল ইসলাম সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি আমাদের শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ। শ্রমিকদের সুখে দুঃখে সব সময় পাশে থাকে। শুধু তাই নয় নৌ পথে বিশেষ করে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জাহাজ ও শ্রমিকদের কোন সমস্যা হলে একমাত্র তিনিই সর্ব প্রথম এগিয়ে আসেন ও সর্বাত্মক সহযোগিতা করেন।