অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার যে ৩০ দিনের আদেশ দিয়েছিলেন, তা শুক্রবার (১৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন আলাপের পর রাশিয়া এই একমাসের হামলা বিরতির ঘোষণা দিয়েছিল। তবে ওই সময় থেকেই মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এক মাসের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা নেই।’
এই অল্প সময়ের বিরতিটিই ছিল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার কাছ থেকে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।
তবে এর আগে পুতিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথভাবে প্রস্তাবিত সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সাময়িক নিষেধাজ্ঞাকে ‘অঙ্গীকারহীন নাটক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘পুতিনের কথার তোয়াক্কা না করেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।’
এই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় দুই দেশের মধ্যে সহিংসতা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।