অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে চ্যাম্পিয়ন গোপালগঞ্জ জেলা দলকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউসে গোপালগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরসহ আরও অনেকে বক্তব্য দেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, আরও সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য জেলা ক্রিকেট দলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া সবধরনের পৃষ্ঠপোষকতা করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
পরে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের হাতে জার্সি ও ট্র্যাকস্যুট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এরপর খেলোয়াড়বৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।